Computer Power Supply Introducing

যে ডিভাইসের মাধ্যমে বিদ্যুত সংযোগ ঘটিয়ে ইলেকট্রনিক্স যন্ত্রাংশে বিদ্যুত সরবরাহ করা হয় তা হচ্ছে পাওয়ার সাপ্লাই। যেমন: কম্পিউটার । পাওয়ার সাপ্লাই ইউনিটে প্রাপ্ত AC বিদ্যুতকে DC বিদ্যুতে রূপান্তর করে এবং তা কম্পিউটার যন্ত্রাংশে সরবরাহ করে। কম্পিউটার সিস্টেম সমূহ চালনার জন্য আমাদের দেশে সাধারনত ২২০-২৪০ ভোল্ট এবং বাহিরের দেশে ১১০ ভোল্ট ব্যবহৃত হয়।


A Power Supply unit (PSU) converts mains AC  to low-voltage regulated DC power  for the internal components of a computer. Modern personal computers universally use a switched-mode power Supply. Some power supplies have a manual selector for input voltage, while others automatically adapt to the supply voltage.   

পাওয়ার সাপ্লাইয়ের প্রকারভেদ: Classification Of Power Supply:
পাওয়ার সাপ্লাই দুই ধরনের হয়ে থাকে: যেমন:-
১। লাইনার পাওয়ার সাপ্লাই
২। সুইচিং পাওয়ার সাপ্লাই

(১) লাইনার পাওয়ার সাপ্লাই:
ট্রান্সফরমারের উপর ভিত্তি করে যে পাওয়ার সাপ্লাই ব্যবস্থা চালিত হয় তা হলো লাইনার পাওয়ার সাপ্লাই। ইহা খুব পুরোনো পদ্ধতি।

(২) সুইচিং পাওয়ার সাপ্লাই:
সুইচিং এর উপর ভিত্তি করে যে পাওয়ার সাপ্লাই ব্যবস্থা নিয়ন্ত্রিত হয় এবং প্রয়োজনীয় ভোল্টের সরবরাহ করা হয় তা হলো সুইচিং পাওয়ার সাপ্লাই । ইহা ডিজিটাল পাওয়ার সাপ্লাই পদ্ধতি এবং বর্তমানে ইহার ব্যবহার বেশী।
সুইচিং পাওয়ার সাপ্লাই দুই ধরনের হয়ে থাকে।
১।  AT  পাওয়ার সাপ্লাই ।
২। ATX (Advanced Technology eXtended) পাওয়ার সাপ্লাই।

  (১)  AT পাওয়ার সাপ্লাই:
AT মাদারবোর্ড ব্যবহৃত কম্পিউপারের জন্য যে পাওয়ার সাপ্লাই ব্যবহৃত হয়ে থাকে, তাকে AT পাওয়ার সাপ্লাই বলে। এই ধরনের পাওয়র সাপ্লাই -এ দুটি Female কানেকটর থাকে। এই পাওয়ার সাপ্লাই ব্যবস্থায় চারটি পৃথক ভোাল্টেজ ডিসি পাওয়ার সরবরাহ করার জন্য মোট বারটি তার ব্যবহার করা হয়।
অর্থাত +5V DC, 5V DC, +12V DC ও 12V DC । এই ১২টি তার ছয়টি - ছয়টি করে দুইটি গ্রুপে বিভিক্ত। ইহা P8 ও P9  নামে পরিচিত। এ তার গুলো কমলা, লাল, হলুদ, নীল এবং কালো রং এর হয়ে থাকে। এদের বিদ্যুত প্রবাহও বিভিন্ন রকম।

নিচে বিভিন্ন রকম ভোল্টের মান দেখানো হলো :



ATX পাওয়ার সাপ্লাই:
বর্তমানে অধিকাংশ মাদারবোর্ডে পাওয়ার সাপ্লাই ব্যবস্থা ব্যবহৃত হয়। এই পাওয়ার সাপ্লাই ব্যবস্থায় দুই সারিতে দশটি করে মোট ২০টি এবং ১০১০ পদ্ধতিতে সাজানো থাকে এবং এই ২০টি তার কানেক্টরের সাথে সংযুক্ত থাকে।

নিচে ATX এর বিভিন্ন রকম ভোল্টের মান দেখানো হল:


পাওয়ার সাপ্লাই ইউনিটের ইন্টারনাল যন্ত্রাংশ:
অনেকগুলো যন্ত্রাংশের সমন্বয়ে পাওয়ার সাপ্লাই ইউনিট গঠিত হয়। নিচে পাওয়ার সাপ্লাই ইউনিটের যন্ত্রাাংশ গুলোর আলোচনা করা হল:
ক) পি সি বি
খ) ট্রান্সফরমার
গ) ক্যাপাসিটর
ঘ) ট্রানজিস্টর
ঙ) রেজিস্্ট্যান্স
চ) ইন্টিগ্রিটেড সার্কেট
ছ) ডায়োড
জ) কুলিং ফ্যান
ঝ) হিট সিং
ঞ) কয়েল এবং ওয়্যার
ট) ফিউজ
 

পাওয়র সাপ্লাই এর ইউনিট সমূহ:
কম্পিউটারের পাওয়ার সাপ্লাই এ সাধারণত দুটি ইউনিট থাকে।
ক) ইনপুট ইউনিট
খ) আউটপুট ইউনিট
 

ক) ইনপুট ইউনিট: 
যে অংশটি মূল বিদ্যুত লাইন থেকে বিদ্যুত গ্রহণ করে পাওয়ার সাপ্লাই ইউনিটের বিদ্যুত সরবরাহ করে থকে।                         
 খ) আউটপুট ইউনিট: 
পাওয়ার সাপ্লাই থেকে যে অংশটি কম্পিউটারের সকল যন্ত্রাংম সমূহে বিদ্যুত সঞ্চালন করে থাকে তাকে আউটপুট ইউনিট বলে।
পাওয়ার সাপ্লাই হতে সাধাাণত অনেকগুলো ক্যাবলের মাধ্যমে কম্পিউটারের সকল ডিভাইস সমূহে বিদ্যুত সঞ্চালিত হয়। পাওয়ার সাপ্লাই ইউনিট থেকে চার পিন বিশিষ্ট একাধিক Female কানেক্টর থাকে। এই Female কানেক্টর গুলো Hard Disk Drive, Floppy Disk Drive, CD/DVD ROM Drive, CD-Writer- এ Male কানেক্টরের সাথে সংযুক্ত করতে হয়। নিচে কানেক্টর গুলো দ্বারা যে মানের বিদ্যুত প্রবাহ করা হয় তা উল্লেখ করা হল:

0 comments ur problem:

Post a Comment